তিড়িং বিড়িং        করছে ফড়িং
          নেড়ে খোড়া ঠ্যাং
খপাত ক'রে         অমনি ধ'রে
         গালে পুরলো ব্যাং।


সেখান দিয়ে        জমিন বেয়ে
         যাচ্ছিলো এক সর্প
বললো বুঝি        দেখবো আজি
         কেমন তোমার দর্প।


সাপটি তারে        কদর করে
         ধরলো যখন বেশ
বাঁচাও আমায়      আছো কে কোথায়
        চেঁচিয়ে হলো শেষ।


সাপ মানে ত্রাস        তাদের আবাস
         নদী বন খাল বিলে
অবশেষে               উড়ে এসে
        তুলে নিলো চিলে।
        
তার মুখ থেকে    বাঁচায় তাকে
         আছে কার সাধ্য?
এই দুনিয়াই       সৃষ্ট সবাই
        এক অপরের খাদ্য।


পান্থপাড়া, শার্শা, যশোর।
২৫.০৯.১৯৯৬ খ্রিঃ