বিয়ের সাজন সাজাইছে, পাড়ায় লেগেছে ধুম
পাড়া-পড়শী প্রতিবেশী নেইকো কারো ঘুম।
শাড়ি-গহনা দিয়ে কন্যার সাজাইছে সবাই
আনন্দের ঢেউ উঠেছে, হচ্ছে পশু জবাই।


কোরমা-পোলাও হচ্ছে রান্না, শুকছে সবাই নাকে
কন্যা দেখে কোন্ অজানায় কে যেন তাকে ডাকে!‍
বিয়ে বাড়ি মুখর আজি হৈ চৈ রবে
পরম্পর বলছে সবাই বর আসবে কবে?


ওই শোনা যায় গাড়ির শব্দ, আসল বুঝি বর
হরষে বরের আসন খানি কাঁপছে থরোথর।
রাজকুমার এক বসল আসি, টোপর মাথায় দিয়ে
আল্লাহর নাম নিয়ে এক্ষুণি হবে তাদের বিয়ে।


বিয়ে শেষে সোনার মেয়ে বাবা-মায়ের ছাড়ি
লক্ষী মেয়ে আপন করে নেবে শ্বশুর বাড়ি।
চাঁদের আলোয় স্বামীর ঘর হয়ে উঠবে পূর্ণ
করে যাবে সে বাপের বাড়ি হাহাকার আর শূন্য!

রচনা : ০৬.০৪.১৯৯৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ