গাঁওখানি মোর শিশির ধোয়া
                 কলার কচি পাতা,
পথের ধারে বৃষ্টি ভেজা
                রঙিন বেঙের ছাতা।
ফুলের মেলায় মধুকরের
                আপন আনাগোনা
গাঁয়ের আকাশ আর জল-বায়ু
                আমার চিরচেনা।
গাঁও খানি মোর গরুর খুরের
                ধূলো ওড়াউড়ি
দুপুর রোদে খোকার হাতে
                আকাশ ছোঁয়া ঘুড়ি।
গাঁও খানি গোধুলিরাকাশ
                  রঙের মাখামাখি
নীল গগণের নীচে পাখির
                মধুর ডাকাডাকি।
গাঁও খানি মোর নিশুতিতে
                শেয়াল হোক্কা হোয়া,
কাদা মাখা ছোট্ট শিশুর
                নরম হাতের ছোঁয়া।
গাঁও খানি মোর কৃষাণের
                ঘর্মাক্ত ছেড়া জামা,
ভোর আকাশের লাল টুকটুকে
                অ-নে-ক বড় সূর্যি মামা।
গাঁও খানি মোর ডোবা নালায়
               ছোট্ট মাছে লাফালাফি
সবুজ-শ্যামল গাঁও খানি মোর
                রূপে তার ছাপাছাপি।
গাঁও খানি মোর মায়ের মুখের
                মুক্তা ঝরা হাসি
গাঁও খানিকে মায়ের মতন
                অনেক ভালোবাসি।


রচনা : শার্শা, যশোর।
১০.১১.২০০৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ