জীবনটা তো একশো পাতার ডায়েরী নয়,
ভুল কিছু লিখে ফেললে ছিড়ে ফেলা যায়!
এই খাতাতে আছে একটি মাত্রই পাতা
ইচ্ছে হলেই যায় না লেখা যখন যা তা।


যখন তখন যা কিছু যায় না লেখা এ খাতায়
অনেক কিছু শেখার আছে ধৈর্যশীলদের এ পাতায় ৷
জীবনের দিন গুলো নয় বিহগের পাখনা
অবেহলায় খসে যদি যায় দুখানা যাক না।


এ্ই ধরাতে জীবনটা এক কঠিনতম অঙ্ক
এটা না বুঝে কষলে পথ হয়ে যাবে বঙ্ক।
জীবনটা তো আঙিনায় ফোটা ফুল নয়
যখন তখন যাকে ছিড়ে দেওয়া যায়।


এ খাতার কঠিনতম পাতা সারা জীবনময়
এখানে অবান্তর আবেগের নেই কোন প্রশ্রয়।
জীবনটা তো নয় পকেটের পেন
অন্যের হাতে দেওয়ার আগে যাচাই করে নেন।


সম্মানটা  তো  নয়  কচুর পাতার পানি
গড়িয়ে পড়ে, লাগলে নাড়া একটু খানি।
জীবনের গায়ে দাগ, সে তো অমোচনীয় কালি
হেঁটো  না  সে পথে,  যেথা আছে চোরাবালি।


জীবনটা  তো  নয়  পকেটের টাকা
ইচ্ছে হলেই যত্র তত্র যায় না রাখা।
জীবনটা  তো নয় নিজের  বাগানের  ফল
ইচ্ছে হলেই ভরে দিলাম সম্পর্কের আঁচল।


অর্থ-সম্পদ গেলে আবার আসে হাতে
জীবন গেলে আর ফেরে না কোন মতে।
যার জন্য জীবন যায়
তাকেই যদি না পায়


জীবনের এই খেলা খেলে
বল তাতে কি সুখ মেলে?
তুচ্ছ  নয়  বৃহৎ  কাজে  জীবন করো দান
স্মরণ তোমার করবে সবাই, হবে যে মহান।


নিজকে সদা ব্যস্ত রাখো সৃজনশীল কাজে
একদা  তুমি  বড়  হবে  এ  বিশ্ব মাঝে।
জীবনটা  তো  নয় পথের শুকনো পাতা
উদাসীন হয়ে পায়ে মাড়িয়ে গেলাম তা।


বিপন্ন  করোনা  ধুমপান,  মাদক,  মিথ্যা  প্রণয়ে
পড়ো, লেখো, খেলো, জীবন ভাসুক উচ্ছাসের জয়ে।
তোমা  দ্বারা  বন্ধ  হবে  অনাগত  ভবিষ্যতের  দ্বার
জীবনের মালিক তুমি নও, তোমার নেই সে অধিকার।


কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে ভাব অনেক করে
নৈলে তুমি অসময়ে পড়বে গহ্বরে।


রচনাকাল : ২৩/০৬/২০১৪ খ্রিঃ