কোথা গেল শেওলা-দামদল? কানায় কানায় পানি?
বিলীন হয়েছে রক্ত কমলের রক্তিম শোভাখানি।
উয়ে খেয়েছে ডিঙ্গী তরী, লুপ্ত হয়েছে ঢেউ
মাটির নীচে ঘুমিয়ে গেছে আকাশের চাঁদ সেও?


কোথা গেল সাদা কাশফুল, ডাহুক-ডাহুকীর প্রেম
বিলীন হয়েছে  ঝিনুকের  মাঝে মনি-মুক্তা-হেম।
আর দেখিনা বিহগ-বিহগীর দিনভর জলকেলি
যেথা পদ্মেরা জানাইত প্রণাম সেথা উড়িতেছে ধূলি!


কোন দিগন্তে তারা আজ মেলেছে দুটি ডানা?
এ পৃথিবীর কোন লোকের নেই সে খবর জানা।
কোথা গেল ঝাঁকে ঝাঁকে টেংরা-পুটি-ঝায়া?
মোদের প্রতি ওদের কী নেই একটুও মায়া?


আর চলেনা পালতোলা নৌকা সারি সারি
মাঝিরা আর গায় না, বাউল-জারি-সারি।
যেথা আগে মাছ চরত সেথা চরে আজ গরু
চারদিকে খা খা করে, হয়ে গেছে সব মরু।


যেথা এতদিন ছিল অথৈ জল, সেথা ফুটেছে তৃণ
এ মাটি কী পানির স্পর্শ পাইবে না কোন দিনও?
বোশেখ গেল জ‌্যৈষ্ঠ গেল, এল আষাঢ় শ্রাবণ
তবুও তো আজ আকাশে হল না বারি বর্ষণ।


গাছ-গাছালী পশু-পাখি চায় সকলে বৃষ্টি
বৃষ্টির জন্য অন্তরিক্ষে চেয়ে আছে সব সৃষ্টি।


বরষার আয়োজন