শূন্যালোকে ভালবাসি, শূন্যে মনের কথা বলি
শূন্যতে করি জীবন যাপন, শূন্যে হেটে চলি।
শূন্যতেই শশ্রু ফেলি, শূন্য জায়গায় হাসি
স্বপ্নালোকে ঘুরি অবশেষে শূন্যে ফিরে আসি।


শূন্য এ মনের মাঝে বৃথা ভাবনার আগমন
নিজের মনের মাঝে গোপন দৈত্যালাপন।
জীবিত এ জড় দেহখানি শূন‌্যে আছে ছেয়ে
সারাটা দিন কাটে শুধু শূন্যেরই গান গেয়ে।


সঙ্গী কেহ নেই জীবনে, শূন্যই সহযাত্রী
শূন্যতেই মিশে আছি সকাল দুপুর রাত্রি।
শূন্যতেই সোহাগ করি, শূন্যতেই দিই মায়া
শূন্যতেই খুঁজি রাত দিন প্রেয়সীর কায়া।


শূন্যে বসে ভাবি, শূন্যে স্বপ্ন আঁকি
প্রেয়সীর চোখে চক্ষু রেখে শূন্যে তাকিয়ে থাকি।
শূন্য দিয়েই প্রবোধ দিই মনকে সারাক্ষণ
শূন্য ছাড়া নাইরে কিছু শূন্যই এ জীবন।


রচনাকাল : ২৯/০৭/২০০১ খ্রিঃ