ভুলের মাঝেও দাওযে দিশা প্রভু
মোরা এরই মাঝে ডুবে আছি তবু।
কোনটা সঠিক কোনটা ভুল সবই জানি
করার সময় ভাবি না  তো একটুখানি।


কত ভুল জড়িয়ে আছে জীবন মাঝে
হিসেব তবু নিইনা মোরা কােন কাজে।
এভাবেই দিন মোদের যাচ্ছে কেটে
সোজা রেখে বক্র পথে মরছি হেঁটে।


ভুলের মাঝে এই নিজকে দিচ্ছি সঁপে
প্রবৃত্তির কামনা মনে যাচ্ছে জপে
এরই মাঝে খুঁজছি স্বর্গ ঠাঁই দাড়িয়ে
মনে করি পেয়েই যাব হাত বাড়িয়ে।


এই ধারণা মনের মাঝেই দাফন হবে
এগিয়ে যাব সামনে, ভাগ্যটা পীছে রবে।


রচনা : ১১.০১.২০০১ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ