এখন ফল-মূলেতে আর বসে না মাছি
পেখম মেলে মনের সুখে করে না নাচানাচি।
তারা আজ ফল-মূলেতে আর বসাই না হুল
ওঁত পাতা মৃত্যু ফাঁদ, বিষে ভরা ফল-মূল!


ফল গুলো মোটা-তাজা হয় ওষুধ প্রয়োগে,
মানব দেহে ঢুকে এসব ধরছে নানা রোগে।
কার্বাইডে পাকিয়ে, রাসায়নিক স্প্রেতে হয় রঙিন
মজুদ রাখতে তাতে আবার মারে ফরমালিন।


দিনে দিনে বিষক্রিয়া মানব দেহে করছে প্রবেশ
নির্বাক কর্তৃপক্ষ, তাই এর দমন হচ্ছে না শেষ।
লিভার, কিডনী, হার্ট নিয়ে পাচ্ছে না মানুষ দিশে
আজ মধুর ফলে ভরা টাটকা বিষে!


আজ নিরুপায় হয়ে এসব খেতে হয় অগত্যা
সোনার বাংলায় নির্বিচারে হচ্ছে মানুষ হত্যা।
ফল খেয়ে মানুষ হত্যা নজীর আছে ঢের
নিজের কাজে ব্যস্ত সবে পায় না এসব টের।


অর্থলোভী ব্যবসায়ীদের এসব কালো ধান্দা
দেশ-জনতা আজ সকলে তাদের হাতে বান্ধা।
কথায় আছে ফল খেলে বাড়ে বল
আজিকার দিনে একথা নিস্ফল।


শহর-গঞ্জ, পল্লী গাঁয়েও এর কােরাল গ্রাস
সােনার বাংলায় তাইতো আর আসেনা মধু মাস।
মাছ, মাংশ, সবজি, ফল পাইনা একটাও খাঁটি
নিজের শিশুর হাতে তুলে দিচ্ছি বিষের বাটি।


রচনা : ৩০/০৬/২০১৪ খ্রিঃ