আমার কবিতা হইবে বহতা নদীর বাঁক
থাকিবে সেথা হাজার রকম বিহগ কূলের ঝাঁক।
বিহগেরা গান গাহিয়া পোহাইবে সকাল-সন্ধা বেলা
অদূরে তার কৃষাণ করিবে জমি চাষের খেলা।


নদীর বাঁকে আমার ছােট্ট কুটির খানিরে
লতা-পাতা-ফুল সদা মায়ায় থাকিবে ঘিরে।
এপার থেকে সূর্য উঠি ওপারে দিবে পাড়ি
সমুখে বুনো ফুলগুলি হাসিয়া দিবে গড়াগড়ি।


একপাশে তার ফুটিয়া থাকিবে গােছা গােছা সিতফুল
বুনো হাওয়ায় হেলিয়া-খেলিয়া তারা হইবে আকুল।
কুটিরের সমুখে গান ধরিয়া মাঝি বাহিবে তরী
নাওয়ের মাঝে মুখটি ঢেকে হাসিবে সরলা সুন্দরী।


নিশাজলে সিক্ত হবে আমার কবিতাখানি
মৃদুল হাওয়ায় উড়িবে নিশান পদ্ম পাতা ছানি।
মাঝ আকাশে মেঘ ফাঁক করি উঁকি দিয়ে পূর্ণ শশি
এক প্রহর থামিয়া যাইবে আমার কবিতারে ভালবাসি।


রচনা : ১২.০৩.১৯৯৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : 'প্রথম বসন্তে ফোটা ফুল'
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ