(কবিতার সংখ্যানুসারে সম্মানিত কবি বন্ধুদের নাম দিয়ে একটি দীর্ঘ কবিতা রচনা করেছি এটা কাউকে ক্ষুন্ন, অমর্জাদা বা অসম্মানিত করবার প্রয়াসে নয়, একান্ত মনের অজান্তেই করে ফেলেছি, আমার এ কবিতায় যদি কোন অসঙ্গতি লক্ষ্য করেন কিংবা কারাে নামের বানানে ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন)


অরুণ কারফা
আসরে প্রথম রাখেন পা।
সাইদুর রহমান
কবিতায় বহমান।
কবীর হুমায়ূন
লেখায় অনেক গুন।
দীপঙ্কর বেরা
কবিতায় সেরা।
হাসান ইমতি
কবিতায় অগ্রগতি।
পরিতোষ ভৌমিক
কথা লেখেন ঠিক ঠিক।
অজিতেশ নাগ
মনে নেই রাগ।
শহিদুল হক
লেখায় আছে ঢক।
আনিসুর রহমান
নিয়মিত লিখে যান।
সাবলীল মনির
কথায় তিনি বীর।
পলক রহমান
সিদ্ধ হস্তে লিখে যান।
তানিয়া সরকার
কবিতায় দরকার।
মল্লিকা রায়
পাঠককে ভাবায়।
স্বপ্নবাজ
কথায় রাজ।
সৈকত পাল (নীরব দুপুর)
কবিতায় আছেন টইটুম্বুর
কবি মোঃ ইকবাল
কবিতায় আনেন তাল।
এম. আশিকুর রহমান
অনেক সুনাম পান।
মঞ্জুর হোসেন মৃদুল
যেন বাগিচার ফুল।
নাইবা গেল জানা
জানতে নাইেকাে মানা।


(১ম পাতা) চলবে।