(কবিতার সংখ্যানুসারে সম্মানিত কবি বন্ধুদের নাম দিয়ে একটি দীর্ঘ কবিতা রচনা করেছি এটা কাউকে ক্ষুন্ন, অমর্জাদা বা অসম্মানিত করবার প্রয়াসে নয়, একান্ত মনের অজান্তেই করে ফেলেছি, সম্পূর্ণ কাল্পনিক, আমার এ কবিতায় যদি কোন অসঙ্গতি লক্ষ্য করেন কিংবা কারাে নামের বানানে ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন, আসরে অনেক কবি আছেন সবার নাম একসাথে লেখা সম্ভব নয়, যদি আমার এ ক্ষুদ্র প্রয়াস নিয়ে কারো কোন অভিযোগ থাকে দয়া করে বলবেন আমি আর লিখব না, সবাইকে ধন্যবাদ)


প্রণব মজুমদার
কথায় নেই জুড়ি তাঁর।
মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
কবিতার জগতে আছেন ভারী।
আহম্মেদ সাজিদ (উদাস কবি)
পূর্ব গগণে ঊষা রবি।
ধ্রুব জ্যোতি মিত্র
আঁকেন সমাজের চিত্র।
শিমুল শুভ্র যাঁর নাম
বিশ্ব জোড়া তাঁর নাম।
কামরুল-ফারুকি
কবিতা মনে দেয় উঁকি।
সফিউল্লাহ আনসারী
কবিতা লেখেন ভারী।
শাহাদাত চৌধূরী
কবিতায় নাই জুড়ি।
নীরব দেবশর্মা
ভাবনায় সুকর্মা।
বিষ পিঁপড়ে কবির নাম
কবিতায় বিষ নাহি পেলাম।
মোঃ আবদুল মান্নান
অসাধারণ লিখে যান।
অরূপ গোস্বামী
লেখেন দিবাযামী।
খােরশেদ খোকন
লেখেন যখন তখন।
রিক্তা রিচি কাব্য
আপনাকে নিয়ে পরে ভাববো।
কবির নাম শূন্য
কাব্যরসে তিনি পূর্ণ।
আবু সাঈদ আহমেদ
কবিতায় ভাঙেন ভেদ।
বিচিত্র কুমার
লেখায় ক্ষুর ধার।
মোঃ মাহবুব আলম চাঁদ
কবিতায় খুলে দেন বাঁধ।
মুহাম্মদ সাইফুল আলম
শক্ত তাঁর হাতের কলম।


(চলবে)