আমার দিনগুলি আঁকা রয়েছে হৃদয়ে
সারাজীবন থাকব পাশাপাশি
দুটি হৃদয় বাঁধা থাকবে সান্নিধ্যের নিবীড়তায়
তবুও তোমাকে দেখাতে পারব না
যদিও কান পেতে থাক সারাজীবন এ বুকে
শুনবে না কোন ফুটন্ত কান্না
দেখবে না কোন হাসি
বুকটাকে ফেড়ে ফেললেও দেখাতে পারব না
তিল পরিমাণ ব্যথা
আমিই শুধু দেখে যাব ভেতরের চােখে
কেঁদে যাব
হেসে যাব
অতীতকে নিয়ে তােমার সম্মুখে
তুমি উৎস‌্যুক নেত্রে চেয়ে থাকবে নির্বাক!


রচনা : ০৯.১২.১৯৯৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ