নীতি নিঁদ মহলে দেখি কত
রং-বেরংয়ের ছবি
কবিতা লিখে সবার মাঝে
হয়েছি এক কবি।


চটুল মনে ক্ষণে ক্ষণে
আঁকি জীবন রংয়ের আল্পনা
শিল্পীও নই কবিও নই
এসব আমার কল্পনা।


কখনও দেখি পাখি হয়ে
উড়ছি সতত আকাশে
কখনও বসন্তের ফুল হয়ে
দোল খাই বাতাসে।


কখনও ধোঁয়াডানা মেলে
গগণমার্গে উড়ছি অবহেলে
অভিলাষে মধুকর হয়ে
বসছি ফুলে ফুলে।


কখনও আবার আঁধার রাতে
জ্বীন-পরীদের বেশে
একা একা যাচ্ছি আমি
কােথা নিরুদ্দেশে।


পাহাড়-সাগর-অরণ্য-মাঠ
সব কিছুকে টুটে
সাত সকালে এসেছি আবার
আপন জায়গায় ছুটে।


রচনা : ১৫/০৫/১৯৯৫