এ জীবনে তার পাওয়া হল না সুখ,
দেখা হল না আর ঊষা রবির মুখ।
যে প্রেমিক, সে প্রেমিকার মুখে করিনা এসিড নিক্ষেপ,
সে অন্যের আঙিনায় ফোটায় ফুল, প্রেমী করে আক্ষেপ!


কতজনের দেখে, প্রেমে আঘাত পেয়ে খেতে ঘুমের বড়ি!
অথবা নিজকে শেষ করে দেয়, গলায় দিয়ে দড়ি!
কেউ সিগারেট গাজা হেরোইন খেয়ে হয় নেশাখোর,
ও পারে না এসব করতে, সাজে না এসব ওর।


সে বিবেকবান, কষ্টে তার কলিজা হয় খান খান!
নিরুপায় হয়ে দিবানিশি শুধু বিরহে করে স্নান।
জানা ছিল না নির্ধন যারা তাদের নেই এসব করতে
গলায় বেঁধেছে বড়শি তার, পারেনাও যে মরতে।


এ জীবন দিয়ে করবে কি আর, পায়না খুঁজে কূল
বরশি গলায় নিয়ে আজ ফােটায় কবিতার ফুল।


১৫.০৭.২০১৪


যদি হতাম


আমার নাম যদি হত ইন্দ্রজিৎ 
তুমি আমার সাথে করতে মিত 
জানতে চাইতে না আমার অতীত 
নির্ভাবনায় হাত ধরে গাইতে গীত 
মোদের স্নায়ুতে লাগত শীত 
আমার মনটা যে ভাই সিত 
আমি যে সবার করে বেড়াই হিত 
আমারও একটু থাকত ইঙ্গিত 
তুমি বললেই হতে কাত চিৎ 
জানতে চাইতে না আমার বিহীত 
শক্ত হত এই প্রেমের ভিত 
ভাবতে না হারজিত 
আমার প্রতি হতে না বীত 
পরিধান করতাম মোরা পীত 
তুমি আমায় কেমনে করলে চিত 
আমাদের দুজনার বয়স এখন ফিট 
মোদের গায়ে লাগত রঙের ছিট 
করতে তুমি জীবন কাটাবার ডিট 
আমাদের খবরটা হত খুব হিট 
আমাদের এ প্রেম নয়তো মোটও তিত 
কখনো যাবে না এটা থিত 
এটা সোনার চেয়েও নিট 
দুজনে পৃথক হলে হব ফিট্ 
যদি হত আমার বাবা শিল্পপতি অমিত