আসছে ঈদ উৎসব
পথে পথে কলরব
অনেকের খোয়া যায় সব
থামেনা তবুও বৈভব।


আসবে বাবা জামা হাতে
সন্তানেরা খুশিতে মাতে
আসেনা ঘুম চোখের পাতে
ঈদ করব সবার সাথে!

দেখব ঈদের নতুন চাঁদ
পড়ব নামাজ কাঁধে কাঁধ
ভেঙে যাবে সুখের বাঁধ
পূরণ হবে মনের সাধ।

মানুষ গুলো আজ হন্যে
শুধু বাড়ি পৌঁছার জন্যে
বাস রেল লঞ্চ অন‌্যে
মানুষ নয় ভরা পণ্যে।


দেখে মোর মনটা কাঁদে
শিশুকে নিয়ে পিতা রেলের ছাদে
মানুষ এত্ত ঝুকি নেয় কোন্ সাধে?
দুঃখের বোঝা কে নেবে বল কাঁধে?


আমি বলি আজ
একি মানুষের সমাজ
মানুষের দেখ কি সাজ
কষ্টে কপালে পড়েছে ভাজ!

এ মোদের কেমন দেশ!
শান্তি নেই কোথাও লেশ
ঈদ করতে এসে প্রাণ শেষ
আনন্দের দিনে মৃত্যুর বেশ!


প্রতি বছর দেখি দুর দর্শনে
যত্র তত্র মারা যায় কত জনে
মুখোমুখি সংঘর্ষ বাসের সনে
কিম্বা লঞ্চ ডুবেছে অধিক ওজনে।