রাজনৈতিক নেতাগুলোর
লোভ শুধু ক্ষমতার
স্বভাব ওদের বেজায় খারাপ
অভাব মায়া-মমতার!


সিংহের মত হুংকার ছাড়ে
বসে নিজ আসনে
দাবিয়ে রাখে দেশ-জনতার
নানা রকম শাসনে।


শাসন, ভাষণ যত দেয়
তারচে বেশি শোষণ
দিবারাত্র গরীব-দুঃখীর
রক্ত করে চোষণ!


অন্যায় আর জুলুম চালায়
মিশে বড় দলে
পাঁচটি বছর পার করে
নানা ছলে বলে।


দেশ-জনতা সহ্য করে
দেখে সব নির্বিচারে
দলের ছেলে দুধে ধােয়া
নির্দোষী যায় কারাগারে।


নেতার হাতে বিক্রয় হয়
পুলিশ-প্রশাসন
সময় এলে এসব নেতা
পালাবার পায় না ক্ষণ।


রচনা : ০৩.০৩.২০০৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ