রাতের বেলা কু-উ-ক কু-উ-ক বাজপাখী
মাঝে মধ্যে কোন্ সুদূরে ওঠে ডাকি ডাকি
চারদিক ঘণ আঁধার, আকাশে নেই শশি
তন্দ্রা থেকে জাগায় মোরে কোন্ ডালে বসি
তার সে সুরে মোর হৃদয়ে কে যেন দেয় হানা!


পাগল করেছে মোরে, ঘুম নিয়েছে কেড়ে
ইচ্ছে করে উড়ে বেড়াই, তপ্ত শয্যা ছেড়ে
একাকী সেই গান
শুনতে চাই না প্রাণ
তখনি দু'চোখে ভেসে ওঠে কার চাঁদোয়া মুখখানা!


ঝির ঝির করে বহে দখিণা হাওয়া
এরই মাঝে মিছে মিছি কারে পাওয়া
হাত দিয়ে যায় না তারে ছােঁয়া
ঘরকে লাগে আঁধারে বদ্ধ কুঁয়া
এরই মাঝে মন মানে না কােন মানা!


রচনা : ০৩.০৪.১৯৯৮ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ