হঠাৎ সন্ধ‌্যায় আতা গাছে
একটি বুলবুল ছানা
ঝপাত করে বসল আসি
মেলে কচি ডানা।


পাখসাটে উঠল কেঁপে
সবুজ কিশলয়
শব্দ শুনে আমার মনে
পেল একটু ভয়!


তারপর পাড়ার দুষ্টুরা
দলে দলে জুটে
পাখিটারে ধরার আশায়
এল সবাই ছুটে।


দুষ্টু দলেরা চুপে চুপে
এসে অন্ধকারে
কাড়াকাড়ি করল শুরু
নিয়ে পাখিটারে।


চেচামেচিতে তারা সবাই
মাতিয়ে তুলল পাড়া
সবার মনে পড়ে গেল
পাখি ধরার সাড়া।


বললাম আমি "এই ছোড়ারা
ওরে ছাড়" নৈলে দেব কিল
শুনে সবাই দৌড়ে পালাল
হেসে উঠে খিল খিল।


পান্থপাড়া, শার্শা, যশোর।
৩০.০৯.১৯৯৬