মা জননী মাথার মুকুট
            চোখের মনি ভাইরে,
সে-ই বোঝে মা যে কেমন
            ধরায় মা যার নাইরে!
মা যে আমার ভালোবাসা
            মা সকল পূর্ণতা,
মা নাই যাহার বুকে তাহার
            হাহাকার-শূন্যতা।
মা যে আমার হাসি খুশি
            মা-ই আমার আনন্দ,
এ জগতে মা নাই যাহার
            জীবনটা তার অন্ধ।
মায়ের মত আপন কেহ
            নেই তো ধরার মাঝে,
তাইতো এতো মনে পড়ে
             মাকে সকল কাজে।
মা জননী সোনার খনি
             বটের শীতল ছায়া,
মায়ের কাছে জমা আছে
             সকল স্নেহ মায়া।


রচনা : পান্থাপাড়া, শার্শা, যশোর।
১২.০৯.১৯৯৮ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ