একটি বসন্তে দুটি মাস;
একটি ফাগুন অন্যটি চৈত্র
নাতিশীতোষ্ণ ফাগুনের প্রহর,
তরল বায়ু, মিষ্টি রোদ
ফোটে শিমুল, পাতা বিহীন
ডালপালা উর্দ্ধমুখী, মোটা মোটা পাঁপড়ি
লাল টকটকে ফুল, সুগন্ধ তার কাছে দূর্লভ!
তবু আকৃষ্ট করে, মৌসুমী ফুল
গ্রাম, মাঠ, বড় বড় বৃক্ষ
সবার ছাড়িয়ে, দূর থেকে।


চৈত্রের শীতল রাত, রোদ্রদগ্ধ দুপুর!
রিরহী বিকাল, ফোটে কৃষ্ণচূড়া,
সবুজ পত্রে সজ্জিত, বাতাসে দোল খায়
অবাক করে দূর থেকে,
ছোট ছোট লাল গোলাপী পাঁপড়ি
মিহিন সুবাস, মাতাল প্রকৃতি
জানিনা আগন্তুক কোকিল
কার শাখে বসে গাইবে মধুর গান!


রচনা : ২১.০৮.১৯৯৮ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ