: বলত বন্ধু আমার সাথে
  তোমার কোথায় মিল?
: তোমার আমার একই দেহ,
  একই মোদের দিল।


: আমাদের দুজনের দেখা সেই
  ২০১৪ ১লা জানুয়ারিতে
: তুমি তো আমায় ছেড়ে গেলে
  ১৪২০ চৈত্র সংক্রান্তিতে!


: বলত বন্ধু আমাদের বন্ধুত্ব
  চলল কত দিন?
: কেন বন্ধু জান না
  সেটা একশো তিন।


: একশো তিনের পর আমাদের
  পাল্টে গেল রূপ
: আঁধারেতে মুখ লুকালাম
  দুজনেই তো চুপ!


: বলত বন্ধু দুজনার আবার
  দেখা হবে কবে?
: আর নয় বন্ধু! দেখা হবে না
  আর এই ভবে!


: এর আগে কি আমাদের
  একবারও হয়েছিল দেখা?
: না বন্ধু না দুজনই ছিলাম
  দুপ্রান্তে গভীর একা।


: বন্ধু আফসোসে আজ
  বুক ফেটে চৌচির
  কেমনে সইব এই বিরহ
  তাই হয়েছি অস্থির!


রচনা : ২৯.০৭.২০১৪ খ্রিঃ