নামে বাদশাহ কামে কুড়ে
শুয়ে থাকে সে ঘর জুড়ে।
বামন সেজে চান্দে বাড়ায় হাত
ঘুমিয়ে থাকে দিনকে ভেবে রাত।


কোন সময় করেনা কাজ
সব সময় তার নবাবী সাজ।
তার মূল্য নেই এক রতি
ভাব দেখায় যেন মহামতি।


ব কলম একথা তিনি মানতে চাননা
পাত্রী খোঁজেন বিয়ের, হিরা-চুনি-পান্না।
রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন মাথায় সওয়ার
তাই ভেবে জীবন শেষ নাই কিছু আর হওয়ার।


নিজকে ভাবেন জ্ঞানের আকর
দেশের লোক সব চাকর-বাকর।
সন্যাসীর বেশে বেড়ায় ঘুরে
খিদে পেলে খায় উদার পুরে।


মানুষ বুঝে দেয় গুতাে
সারাদিন খোঁজে ছুতো।
গুনে বেড়ায় সূচের পীছে কটা ফাঁক
তা দেখে না নিজের পীছে ছিদ্র লাখে লাখ।


পান্থপাড়া, শার্শা, যশোর।
০১.০৮.১৯৯৮