শীতের সাঁঝে বাবু মশাই
বাই সাইকেল চড়ে
গাঁয়ের পথ বেয়ে চলেন
হেলে-দুলে-নড়ে।


আশে-পাশে জাপপােকা
করছে তিড়বিড়
বাবু এখন হাটে যাবেন
পথে খুব ভীড়।


এমনি করে জাপপােকারা
এসে লাখে লাখে
ধরল ছেকে বাবু মশাই'র
চােখে-মুখে, টাকে!


হঠাৎ এক লোকের গায়ে
বেঁধে গেল ঠ্যাং
অমনি করে বাবু মশাই
হলেন চিৎপাটাং।


উঠে তখন দুজনে খুব
করলেন হাসাহাসি
বাবু বলেন পড়ার কারণ!
জাপপােকা সর্বনাশী!


পান্থপাড়া, শার্শা, যশোর।
০৭.০৪.১৯৯৭