কোন্ দেশেতে আছে এমন সুনীল শীতল ছায়া!
চোখ জুড়ানো শ্যামল শোভা, বুক জুড়ানো মায়া!
কোন্ দেশেতে আছে এমন পলাশ রাশি রাশি
দিনের বেলা রবির কিরণ, রাতে চাঁদের হাসি!


কোন্ দেশেতে আছে এমন হাজার পাখির মেলা!
মুক্ত আকাশ, মুক্ত বাতাস, রঙিন মেঘের ভেলা!
কোন্ দেশেতে আছে এমন খুশি ভরা তারা!
নকশী কাঁথার মাঠের 'পরে তরঙ্গ দিশেহারা!


কোন্ দেশেতে আছে এমন সোনা রঙের ধান
কানন-গিরি-বন-পর্বত, নীল ঝর্ণার গান!
কোন্ দেশেতে আছে এমন সাদা কাশের ফুল!
শাওন মাসে উপচিয়ে পড়া নদীর দুটি কূল!


কোন্ দেশেতে আছে এমন মধুর বাংলা ভাষা!
এমন ভাষা বিনে কভু মিটে কিগো তৃষা?
কোন্ দেশেতে আছে এমন নদ-নদীর বাঁক!
দূর নীলিমায় ডানা মেলা বিহগ কূলের ঝাঁক!


কোন্ দেশেতে আছে এমন শাপলা ফোটা বিল
ঊষার আলো পড়ে তাতে জল করে ঝিল-মিল!
কোন্ দেশেতে আছে এমন নানা ফুলের সৌরভ?
সে দেশ আমার জন্মভূমি, এইতো আমার গৌরব!


রচনা : ১৭.০৩.১৯৯৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ