তোমায় দেখেছি বর্ষা মাথায় গাছের তলে
দেখেছি তোমায় ব্যথা ভরা চোখের জলে!
আমি দেখেছি তোমায় ক্ষুধার্ত কাকের মত
দেখেছি তোমায় মাথায় নিয়ে ভাবনা যত।


তোমায় দেখেছি স্বজন হারা করুণ চোখে
দেখেছি তোমায় ভাষাহীন স্বপ্নালোকে।
তোমায় দেখেছি খা খা রোদে দুপুরবেলা
যখন সবাই আমারে করেছিল অবহেলা!


তোমায় দেখেছি নদীর জলে নৌকা বেয়ে
দেখেছি তোমায় নিরজনে বেদনার গান গেয়ে।
তোমায় দেখেছি নৌকায় তরুনীর পাশে বসে
যবে এ ভাঙা বুকে লেগেছিল তার হাওয়া এসে।


তোমায় দেখেছি একাকী বিস্তৃর্ণ বিজন মাঠে
মিশেছি তোমায় বিল-বাওড় আর খেঁয়া ঘাটে।
তোমায় দেখেছি দুঃখীজনের মুখের ভীড়ে
দেখেছি তোমায় সুসজ্জিত বিলাসবহুল নীড়ে।


তোমায় দেখেছি নিদ্রাবিহীন রাত্রি জেগে
দেখেছি তোমায় ছুটে কত ঝড়ের বেগে।
তোমায় দেখেছি নিদ্রাবিহীন ভর নিশীতে
দেখেছি কত আলো-আঁধারের খেলায় মিশিতে।


তোমায় দেখেছি কতরাত বস্ত্রহীন শুয়ে ফুটপাতে
দেখেছি তোমায় পাখার নীচে শুয়ে তিন তলাতে
কত দেখেছি তোমায় বিষন্নতার  রাঙা সাঁঝে
প্রিয় শহর! স্মৃতি হয়ে আছ তুমি বুকের মাঝে।


রচনা : ০১.০১.২০০০ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ