বহুদিন আঁকা হয় নাই আঁকন, কাটিয়েছি অবসরে
দ্যুতি হারায়ে ধূলির আসনে পড়ি, রিক্ত কলেবরে!
আঁকা হয় নাই সিন্ধু হিল্লোল, কল-কল-ছল ধ্বনি
আঁকা হয় নাই সবুজের বুকে রক্তিম শোভাখানি।


আঁকা হয় নাই নীল জ্যোৎস্না একাকী জেগে রাত
হেলার ব্রতে মজিয়া কত আনিয়াছি ঝরা প্রভাত!
আঁকা  হয়  নাই  অনিলের হুহু, বেতসের রি রি ছন্দ
আঁকা হয় নাই শ্লথ নীরে ফোটা নীলোৎপলের গন্ধ।


আঁকা  হয়  নাই  কচি  শিশুর  মুখটি  ভরা  হাসি
আমার আশে থাকি রাখালের বীণা হইয়াছে বাসি।
আঁকা  হয়  নাই  স্নিগ্ধ  মলয়, কিশলয়  ও  ফুল
বলেছিলাম ফাগুনের, অপেক্ষা করিতে না হয় ভুল।


ফাগুনের  দিন  বড়ই  ক্ষীণ,  আহ্লাদে  যায়  কাটি
তোমার ভরসে থাকি নিজ যৌবনাদ্য করব কি মাটি?
বিদায়ের ক্ষণে নিশাজল টপটপিয়ে পড়ছিল মোর বুকে।
বলিতেছিল  মোদের  থুয়ে  যাইতেছ  কোন   সুখে?


আঁকা  হয়  নাই  সবুজ  গালিচা হাতে নিয়ে রং-তুলি
সহসা তাও পাকিয়া গিয়াছে, একে একে মোরে ভুলি!
একে  একে  সব  ঘটে  গেল,  কেউ  থামল না মোর দেখে
হঠাৎ একদা আর্শিতে দেখি, মোর চুল গুলোও গেছে পেঁকে।


রচনা : ২৮/০৮/২০০৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ