অবশেষ  উপহার  পেল মোর ললাটে!
জুতো ছাপ এঁকে দিলে শুভ্র এ মলাটে!
নিভৃতে নির্দয় পৃথিবীর নিকটে, প্রেম ভিক্ষা
তাই  বুঝি  এটা  তার প্রতিদানের শিক্ষা!


কেন কর বাড়াবাড়ি? ভাগ্য সেতাে অদৃশ্য
ধরার 'পরে প্রতিটি মানুষ কেবলই নিঃস্ব।
ভাগ্য নিয়ে বাড়াবাড়ি সইবেন না স্রষ্টা
তুমি, আমি ভুল দেখি; তিনি  সর্বদ্রষ্ঠা।


তােমার আমার সামান্য এই বোধ জ্ঞান
ভেবে দেখ একবার এটুকুও তার দান।
এই জ্ঞানে কর তুমি ভাগ্যের  গােণাপড়া!
তিনি কি নিশ্চুপ? যাঁর হাতে দুনিয়া গড়া!


তুমি  আমি  ভিক্ষুকসম  তাঁর  জ্ঞান সাগরে
ক্ষমা পাবে, পাবে জ্ঞান সদা তাঁকে মাগরে!
নিজেই তাে জান না, কি আছে তোমার নসিবে
বৃথা  কেন  অন্যের  ভাগ্য  নিজ হাতে রচিবে!


আমি শুধু তাঁরই ভয়ে ধরে আছি  ধৈর্য
বিপথে  করি নাক ব্যয় আমার ঐশ্বর্য্য।
সৃষ্টি  হয়ে  সৃষ্টিকে  করো নাক ব্যথাদান
পাবে নাক অবশেষে তুমি নিজে পরিত্রাণ!


রচনা : ০৯.০৭.২০০১ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ