যে জন সমুখে ধরা দিল, তাকে দেখলে নাগো চক্ষু মেলে
দেখার ইচ্ছা জাগল মনে, সেজন আঁধারে হারিয়ে গেলে!
হঠাৎ তোমার ওই হৃদয়ে লাগল ওগো কিসের দােলা
তখন  তুমি  নিজকে নিয়ে ভাবছিলে কি আত্মভোলা?


তখন নয় এখন কেনো হৃদয়ে দেখার তৃষ্ণা জাগে
কেমন মনের মানুষ তুমি ভাবতে বড় অবাক লাগে!
খুঁজে  তো  আর  পাবে না তাকে কোনো খানে!
তোমার কিসের অভিকে তাকে দেখার মন টানে?


এখন  কােথাও  আর পাবেনা তুমি তাকে খুঁজে
হায়রে অবুঝ! ভুল করেছ তখন তুমি চক্ষু বুজে।
কষ্টে তার হৃদয়টা এক টুকরো জমাট পাথর
বিষন্নতায় মগ্ন সে, অন্তরে তার নীরব কাতর!


হৃদয়টা তার ছিল আগে শ্নিগ্ধ শিশির বিন্দু যেমন
নেয় না খোঁজ কেহ,  জীবনটা তার  আছে কেমন!
সে  আছে  তার  নিজকে  নিয়ে  আপন গ্রহে
মুছড়ে পড়ে দিবাযামী বিরহের দারুন দ্রোহে!


সুখ তোমাকে ডুবিয়ে রাখুক, দুঃখীজনের ওই দোয়া
দুঃখ  যেন ওই  কপালে  কখনও  দেয়  না  ছোঁয়া!
তুমি তােমার নিজকে নিয়ে আপন পথে নিত্য চলো
নির্জীব এ সত্তাকে নিয়ে ভেবে তােমার কি লাভ বলো?


ঊষর  এ অন্তরখানি  যদি  কখনো  জলে  ভিজে
দানিবে ফুল,পাখি, গান; সবকিছু দেখবে নিজে!
হয়তো সে তােমার সমুখে আবার কভু ধরা দেবে
তখন তুমি চোখ ডুবিয়ে ভাল করে দেখে নেবে!


রচনা : ২৯.০৩.২০০১ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ