চারদিকে ভাই টাক টাক চলছে কলরব,
টাক হয়েছে টাক হয়েছে ছেলে বুড়ো সব।
টাকে টাকে লাগলে লড়াই দেখাবে খুব ভারি,
দেখতে এসে টাকেরা সবাই বসবে সারি সারি।


গ্রাম-শহর সব জায়গাতে যাচ্ছে টাকের গড়া,
কলম খাতা নিয়ে ছড়াকার লিখছে টাকের ছড়া।
সবাই যদি এই সময়ে ফেলে মাথার চুল,
টাকের মৌসুম হবে এটা নেই তাতে ভুল।


সবাই এমন একই সাথে কেলালে মাথার টাক,
মেয়ে জাতিরা হেসে হেসে হয়ে যাবে নির্বাক!
ফাগুনে যেমন গাছ-গাছালী সাজে নতুন পাতায়,
নতুন চুল গজাবে তেমনি সবার মাথায় মাথায়।


মানুষের মাথায়ও তখন আসবে নতুন সাজ
পুরনো চুল থাকবে না আর আসবে ঋতূরাজ।


পান্থপাড়া, শার্শা, যশোর।
১৭.০৩.১৯৯৮