রিম ঝিম ঝিম বৃষ্টির পড়ার ছন্দ
আহ! শুনতে লাগে কি আনন্দ!
তরিতের গর্জনে মোর শঙ্কিত তনু-মন
শ্রাবণের বারিধারা ছুঁয়ে যায় বাতায়ন।


দামিনীর আলোকে পল্লবের উপরে
রোদনের ঢেউ জাগে; নিভৃতে আদরে
আজি হে  বর্ষার  কান্নার মধুর স্বননে
শ্যামলিয়া উঠেছে ছদ প্রীতির কাননে।


চেয়ে দেখ কাজল জলদে ভরা বরষাম্বর
হাপুস  নেত্র  তার  মুছে ভানু বার বার।
বিভাবরী আষাঢ়-শ্রাবণ সহােদর মিলে
বরষায় কেঁদে বেড়ায় নদী কূলে কূলে।


বাদলের উৎসবে  জেগে ওঠে  শস্প
প্রকৃতির প্রাণে বিহি ঢালেন অনুকম্প।
আজ  বর্ষার  সিঞ্জনে  কল্লিত প্রান্তর
সরসে মজিয়া ওঠে কুবলয়ের অন্তর


আউশের ক্ষেত ধারে একাকিনী ব্যাঙ
বর্ষায় ভেজে আর করে  ঘ্যাঙ  ঘ্যাঙ।
একা ঘরে মন রয়  না আর এ সময়ে
উড়ে যায় দূরে কােন মেঘের আলয়ে।


রচনা : ১৭/০৭/১৯৯৬ খ্রিঃ