মোদের ঘরে এক দিনেরও খাবার থাকে না সঞ্চিত
ভেবে দিশেহারা, ভাগ্যহত আমরা ক'জন বঞ্চিত!
আশ্বিন, কার্তিক মাসের দিকে থাকে না কোন কাজ
কাজ না পেলে সংসারের চিন্তায় কপালে পড়ে ভাঁজ।


আউশ কাটা, পাট ছোলা, আমনের চাষও হল শেষ
সেই অগ্রহায়ণে পাকবে ধান, ভাবনা বাড়ায় ক্লেশ!
সবাই মিলে ভাবি, বসে থাকার বিকল্প কিছু নাই?
হঠাৎ করে একটি অভিনব ধারণা চলে এল মাথায়!


আমাদের গাঁয়ের পাশ দিয়ে বয়ে গিয়েছে খাল
আমরা ক'জন ঝাপিয়ে পড়ে বাইব তাতে জাল!
আরো হতাশ, কি করা যায় লোক তো মোরা বারো
এই চাহিদা মিটবে কিভাবে?  ভাবতে  হবে আরও!


আমরা বারোজন; ক্ষেপলা জালে তো আর হবেনা
খালটি  হল  খাস, মাছ ধরলে কেউ কিছু কবে না।
আমাদের মাঝে একজন বলল, শোনো, জেলে পাড়ায়
চলো, টাকা দিলে ডোরা জাল পাওয়া যায় ভাড়ায়।


জাল ভাড়া নিয়ে তারপর ক'জন নেমে গেলাম খালে
শিং, মাগুর, শোল  ইত্যাদি  মাছ  ভরে গেল জালে।
মাছ গুলোর  লাফালাফি দেখে মন ভরে গেল সুখে
আল্লাহ মনে হয় তাকিয়েছেন আমাদের এই দুঃখে!


দামী মাছ গুলো বিকিয়ে, ছোট মাছ গুলো করি ভাগ
ভাবি, সংসারের জন্য জেলেও হলাম, হৃদয়ে কাটে দাগ!
মাছ বেচা অর্থ দিয়ে চালাতে হয় নিষ্ঠুর এই সংসার
দশজনের চোখ আমার দিকে, পাই না ভাই নিস্তার!


দশজনের গ্রাসাচ্ছাদন, ভাই-বোনদের লেখা পড়া
এসব কথা ভাবতে গিয়ে মোর চোখ হয় ছানাবড়া!
আমরা গরীব! কোন কাজে কখনও করি না অপমানবোধ
কেড়ে নিয়েছো, স্কুল, আশা-আকাঙ্খা, সম্মান ও ক্রোধ!


রচনা : ২২/০৮/২০১৪ খ্রিঃ