জােয়ার উঠেছে, বন্য ষাঁড়ের মত উন্মাদ, দিকজ্ঞানহীন
ভাসিয়ে ঘর-বাড়ি, খােলা হাট, আবাদী জমি, মৎস্য ঘের
শস্য মাড়ানো উঠান, স্বপ্নবাসর, নিঃসম্বলের কুঁড়ে ঘর
আবছা আঁধারে গান মগ্ন পাখির আশ্রিত ঝুলন্ত ডাল
নদীর বাঁকও ভাঙে, তেজদীপ্ত মাতাল ঢেউয়ে!


একটু বাদেই ভাটা;
উর্দ্ধ হতে ঢিল পড়ার মত,
অনুগত নিন্মভূমির
জেগে উঠছে অহমিকায় ডুবন্ত সব স্তর!
উদাম ঢেউয়ে তাৎক্ষণিক ভাসিয়ে নেওয়ার বেগে
নিমিষেই পূর্বের রূপ ফিরিয়ে দেয় না
গড়ে না ভাঙা বাঁকও
খুবই গতিশীল জোয়ার!


ভাটা অনুগত, সঙ্গত কারণে নিন্মগামী
দু'ধারে আকাশ ছােঁয়া কত অপরূপ শােভা
অবলোকনের সময় হয় না
কালের আবর্তমানে আপন জলের ঘােলানিতেই আহত
বুকে জাগে চর; দাঁড়াবার সময় এল
এবার স্মৃতি হাতড়ানো
জীবনের পথে কি কি দেখেছিলাম যেন!
বিবর্ণ স্মৃতি নিয়ে মরচে মাথায়
বৃথা তাজা হওয়ার তীব্র অনুশীলন...


রচনা : ১৮/০৮/২০১৪ খ্রিঃ