প্রথম বসন্তে ফােটা ফুল
দিতে চেয়েছিলাম
স্বহস্তে নয়
কাঙ্খিত নীলখামে
কিন্তু মূহুর্তের বিভীষিকায় ভেঙে গিয়েছিল সে স্বপ্ন
কারণ আবেগের চেয়ে সংকোচ ছিল প্রবল
অবান্তর আশাগুলি তুরুক প্রাণ বিসর্জন দিয়েছিল
গুলিবিদ্ধ বিহঙ্গমের ন্যায়
আজ স্বপ্ন নেই তােমাকে নিয়ে
আশাও
সেই স্বর্ণপ্রাতের শিশির স্নাত গােলাপটি
আজ চােখের সামনে দোদুল্যমান
অতীতের ন্যায়
স্বপ্ন দলিল হয়ে
আজ সে নিস্প্রাণ
নেই আগেকার কাঁচা ঘ্রাণ
শুকনো পাতার মত পড়ে আছে স্মৃতির রাস্তায়
একরাশ বেদনা নিয়ে
মুঠো করলে ভেঙে হবে খান খান
তবুও সারাজীবন অনুপ্রেরণা পাব
তার কোমল পেলব ছোঁয়ায়


রচনা : ১৭.০৪.১৯৯৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ