শিশু কালে নতুন  বইয়ের  গন্ধ লেগেছিল  নাকে
সেদিন আমি মাপতে পারিনি, সেই অনুভূতিটাকে!
আজও বোধহয় সে সুঘ্রাণ আছে বইয়ের  ভাঁজে
ভোতা অনুভূতিতে তার ঝাঁঝ, খুঁজে পাই না যে!


নতুন  কাপড়ের গন্ধে মনে এঁকেছি কত না স্বপন
আজ মুঠােই পৃথিবী পেয়েও হতাশার  বীজ বপন।
সেদিন  ডুমুর ফুলের গন্ধে, মাতাল  হয়েছিল পাড়া
আজ পঁচা লাশের গন্ধেও নাকে পায়না কোন সাড়া!


নাসিকারও বুঝি সুবাস নেওয়ার পাল্টে গেছে ভাষা
আজ আবর্জনায় ভরে গেছে কি! নাকের দুটি ফাঁসা?
আজ সময়ের সাথে গন্ধেরও বুঝি পাল্টে গেছে স্বাদ
আমি বাতাসে আজ পাই না কোন সুবাসের সংবাদ।


আজ  কােন  কিছুতেই  নাকে, পায় না তেমন ঘ্রাণ
খবরের কাগজের গন্ধেই একটু আঁতকে ওঠে প্রাণ!


রচনা : ৩০.০৮.২০১৪ খ্রিঃ