একটি শব্দেই মোহাছন্ন, ওর
সকল স্নেহ-মায়া
মা আছে, মাথার 'পর নেই
বট বৃক্ষের ছায়া।


কোন ফুল তাকে আজ
সুগন্ধ দেয় না
কোন সুখের খবরে সে
সুখ খুঁজে পায় না।


কোন আলো তার অন্তরে
করে না আলোকিত
জন্ম থেকে সে একটি শব্দ
বলা থেকে বঞ্চিত।


খোঁজে কোটি মুখের মাঝে
একটি প্রজ্জ্বলিত মুখ
জানে পাবে না তবুও
মানে না ব্যথা ভরা বুক!


দেখেনি প্রিয় মুখটি জন্মাবধি
কোনদিন কোন খানে
খোঁজে প্রতিটি মুখচ্ছবি ও
জমিন-আসমানে।


কখনও কেউ  পিতৃ স্নেহে
চুমু দেয়নি দু'গালে
ওনামে কাউকে ডাকেনি কভু
ডাকবেও না কোন কালে।


রচনা : ০৭.০৯.১৯৯৮ খ্রিঃ