পাইনা খুঁজে লেখার ভাষা
পাইনা খুঁজে মিল
পাইনা খুঁজে চন্দ্র-তারা
আর আকাশের নীল।


পাইনা খুঁজে লাল সবুজ
পাইনা খুঁজে কুল
পাই না খুঁজে পথের দিশা
চতুর্দিকটা ভুল।


পাইনা খুঁজে  নিজ্জগতে
বেঁচে থাকার মানে
সতর্ক নয়, ভুলেই আমার
দু'হাত ধরে টানে।


ভুলের মাঝে মনের আলো
ঝড়ে মোমের বাতি
সূর্য চােখের কাটায় আঁধার
কাটেনা মনের রাতি।


জানি না কাটতে সাঁতার
পাই না বাহুতে বল
ভুলের মাঝেই মৃত্যুবরণ
করছি অনর্গল।


করছি ভুল, নেইকো মাশুল
হিসেব নিইনা তবু
ভুলের মাঝে আকাশাবধি
তাই খাচ্ছি হাবুডুবু।


শার্শা, যশোর।
০১.০৭.২০০৭ খ্রিঃ