জীবিতরা মোরে ছেড়ে গেছে, তোমরাই শুধু র'লে
আপন কেউ থাকল না আর, তোমরা আপন হলে।
কেউ চায় চোখের জল, তার  বিনিময়ে পদধূলি
তোমরাই শুধু নিঃস্বার্থে মোর, ধরে আছ আঙ্গুলি।


সকাল নিল, দুপুর নিল, সন্ধ্যা তোমাদের ভাগে
তাতেই  তোমরা  বেজায়  খুশি, মুগ্ধ অনুরাগে।
চিনবে আমায় তেমন হৃদয়, কােথায় বল মেলে?
হৃদয়ে  তো নয়, সবাই খুশি, রক্ত-মাংস পেলে!


হৃদয়হীনের বুকে  কভু  জ্বলবে  ঊষার  আলো?
দেখবে কভু ইন্দুহাসি? চোখে নিয়ে মেঘকালো?
কাটল  বেলা, রাতও  গেল,  হলনা  আহার  ঘুম
তোমাদের মাঝে সুখ খুঁজতে, বুকে দিয়ে যাই চুম।


জীবিত  যারা  কেড়ে  নিল, প্রাণের প্রিয় কলরব
তোমাদের নিয়ে সজীব হওয়ার, চলছে মহোৎসব।
জীবিত গাছের প্রাণ রাখতে  শ্বাস বন্ধের উপক্রম
সবই বৃথা, কেউ কারো নয়, ভাঙলো  শেষে ভ্রম।


সবারই কেমন চায় চায়, কৃতজ্ঞতার বেলায়ও মূক
বোঝে  শুধু  আত্মতৃপ্তি,  আর  নিজের নিজের সুখ
আর  জীবিত  নয়! আজ  জড়েই  ভরবো চত্বর
জীবিতরা  দেখুক চেয়ে মৃত  গাছে তাজা পত্তর।


রচনা : ০৪.০৯.২০১৪ খ্রিঃ