বাক প্রতিবন্ধীর মনের কথা, তোমরা শুনতে পাও?
তার  মনের গভীর আকুতি, বোঝে কি তার মা'ও?
সবাই  কথা  বলতে  পারে, ডাকতে পারে মাকে
শুধায় মাকে, কি দোষে, বিধি করল এমন তাকে!


এই পৃথিবীর রং দেখলাম; দেখলাম কত  রূপ
আমি অব্যক্ত চাহনিতে হায়, পড়ে রইলাম চুপ!
রং-রূপের ঢেউ দেখলাম, জানা হলনা তার নাম
নাচন,  বাচন,  কাঁদনে দেখি, বিচিত্রময় ধরাধাম!


হৃদয়ের পাশে রেখেও হৃদয়, জানা হল না সে কি
আমি নাম জানতেই  ব্যর্থ  শুধু; বুঝি আসল মেকি।
ও  জননী  ভাবনায়  আমার,  ছুটছে  গায়ে ঘাম!
কি অপরাধ বল গো আমায়, জানি না নিজের নাম!


আমার  যত  স্বপ্ন  আছে, পূরণ করছ সবকিছু
একথাটি জানতে চাইলেই, কেন কর মাথা নিচু?
বুকের  ব্যথায়  নয়ন  দুটি,  জ্বলে-পুড়ে হয়  ভষ্ম
ওমা করতে পারো উন্মোচিত, বিধাতার কি রহস্য?


রচনা : ০৭.০৯.২০১৪ খ্রিঃ