ভোরের আলোয় জেগে ওঠে
আমার সোনার দেশটা
সবুজ মাঠের ঢেউ দেখে যে
মেটাই মনের তেষ্টা।


সবুজ পাতার ফাঁকে ফাঁকে
নানান পাখির মেলা
সবুজ মাঠে ঊষার কিরণ
চড়ে সুখের ভেলা।


সুনিবীড় ছায়া ঘেরা ওই
বয়ে গেছে ছােট নদী
দুই তীরে তার হাজার ফুল
ফুটে আছে নিরবধি।


ফুলসর, শার্শা, যশোর।
২৩.০৯.১৯৯৫ খ্রিঃ