কে যাবি আয় আমার সাথে সোনামূখী বিলে,
যেথা আছে শাপলা-শালুক তুলব সবে মিলে।
আজকে ছুটির দিনে আছি দুষ্টুরা যত,
মনের সুখে সেথায় ঘুরব ইচ্ছে মত।


কলমি লতায় ভরবো পেছে ধরিস গা,
গলাগলিতে হাবুডুবু
          লতায় জড়িয়ে পা।
চারদিকে দল বেঁধে, চরে
          বেড়াবে পাতি হাঁস
কেউ করবে জলকেলি, আবার
          কেউ কেউ ডাকবে ফ্যাস ফ্যাস।
ঝাঁক ঝাঁক অতিথি পাখি
          বিলে থাকবে ছেয়ে,
কেউ অবগাহন করবে সদা
          কেউ বেড়াবে গেয়ে।
হাত থেকে ডালা ফসকে
          শাকগুলো যাবে ভেসে,
ডালাটা ধরবি, আমি শাক
          কুড়াবো, কেশে কেশে।
সোজা হয়ে দাঁড়াবো উঠি
         কানে ঢুকবে  পানি,
মোদের দেখে আড়ালেতে
          কেউ কি হাসবে জানি?
আমার গা ছাড়বি না একটুও,
         লাগে তোর যদি ভয়!
বিলের পানি ঝিলিক দিয়ে
          উঠবে সূর্যের আলোয়।
ধীরে ধীরে বাড়াবি পা
          যায় না কিছু বলা,
নৈলে আবার বিপদ আছে
         কাটবে পায়ে তলা!
শেওলাতে  কানকো বাঁধিয়ে
         থাকবে চাঁদা মাছে
ওখান থেকে দেখব, মোদের-
          গাঁ ঘেরা সবুজ গাছে।
কেউটে ফুলে থাকবে ঢেকে
          হরিণাপোতার ঘোঁজ
তারই পাশে সোনালী ঢ্যাপ
         করব মোরা খোঁজ।
বাড়ি এনে চূলায় দিয়ে
         ভাজব তাতে খই
নিমন্ত্রণ করব সবাইকে,
        আছে যত সই।


(বাকী অংশ আগামী কাল)