প্রতিদিন কবিতা লিখে
পাঠাই পত্র-পত্রিকায়
কোনদিন ছাপা হয়না
থাকি শুধু আশায়!


যখন কোনো দিক থেকে
পাই না ভাল খবর
তখন নিজের লেখাগুলি
মনে হয় যেন পর।


আজ থেকে এক কাজ করব
মনে মনে করলাম ঠিক
কবিতা লিখে কখনও আর
পাঠাবো না কোনো দিক।


ঐ টাকায় কিনব গ্যাস বেলুন
যাতে কিনতাম খাম
তার গলায় কবিতা বাঁধবো
মনকে বুঝালাম।


আমার একটু খরচ হলেও
নেই কোন দুখ
কবিতা গুলো ডাস্টবিনে না যেয়ে
আকাশে উড়ুক।


পান্থপাড়া, শার্শা, যশোর।
৩১.১০.১৯৯৬