আমরা সবাই প্রজাপতি
চোখে প্রখর আলোর জ্যোতি
পাখা মেলে আকাশে উড়ি
সূতা বিহীন রঙিন ঘুড়ি
সন্ধ্যাকালে বসি
ঝিঙে ফুলের হাটে।


দিবা-নিশি বেড়াই উড়ে
শহর-গ্রাম, বনান্তরে
স্বাধীনভাবে বেড়াই ছুটে
সকল বাঁধার বাঁধন টুটে
সময়ে আপন প্রাণ নাশি
মুক্ত আশার মাঠে।


যেথা আছে ফুল
সেথা হই মশগুল
গুনগুনাগুন গানে
মাতাই ফুলের কানে
চাঁদের দেখে পাই হাসি
এভাবেই দিন কাটে।


পাগাড়িমাঠ, পান্থপাড়া, শার্শা, যশোর।
৩১.১২.১৯৯৬ খ্রিঃ