নতুনের প্রত্যাশায়
পুরাতন রাতের প্রতি তাছিল্য।
নতুন আকাশ, নতুন বাতাস
নতুন স্বপ্ন, বুক ভরা নিঃশ্বাস


স্বপ্ন দেখতে গিয়ে চোখ ঝলসে যায়
সদাহাস্য চাঁদবদন পুড়ে ছাঁই
স্বপ্ন দেখার অভ্যাস নেই তো!
হৃদয় শীতল করার বিপরীতে
অগ্নোৎপাত শুরু সেথা।


যা ছিল ভালই
উই পোকা নিজের রাজত্যে
আকাশ দেখতে গিয়ে খসল ডানা
ঐদ্ধত্য স্বপ্নের পাশে
সবুজ পিপাসু হৃদয় অসহায়!


কুমোরেরা কাদা মাটি দিয়ে মৃৎশিল্প গ'ড়ে
আর সবুজ পিপাসু পোড়া মাটি চূর্ণ দিয়েও
মৃৎশিল্প গড়তে আত্মপ্রত্যয়ী


রচনা : ২১.০৯.২০১৪.