মোর তিয়াসা মিটে কি দিয়ে গো
মোর তিয়াসা মিটে কি দিয়ে


জল জল করে
গেলাম যে মরে
গলা যায় শুকিয়ে
অশ্রু মুছি লুকিয়ে
বল দেখি তিয়াসা মিটে কোথা গিয়ে!


ঝম ঝম বাদলের বর্ষণ
মেঘে মেঘে লাগে যে ঘর্ষণ
জম কালো আঁধার রাতি
জানালা বন্ধ জ্বলেনা বাতি
মেটে না তিয়াসা বাদলের বারি নিয়ে।


মনে মনে কারে যেন মাগি
হৃদয়টা ব্যাকুল তারই লাগি
এমনও সময়
লাগে বড় ভয়!
ঘরেতে আর রয়  না যে হিয়ে


রচনা : ২৭. ০৫.১৯৯৮ খ্রিঃ