সবুজ পাতার ফাঁকে
দেখি লাল সূর্যটাকে।
বৃক্ষের সবুজ শাখা
যেন জীবন্ত পতাকা।


ঝিলের স্বচ্ছ পানিতে
রোদের ঝলকানিতে
নীল শাপলা ঝিলে
হাসে সে খিল খিলে।


শিশির ভেজা প্রাতে
মৌমাছিরা মাতে।
ভরা নদীর বাঁকে
পাখি ঝাঁকে ঝাঁকে।


মেঠো পথ ধারে
শোভা মন কাড়ে।
নীল আকাশ দূরে
রং মাখে আবিরে।


শার্শা, যশোর।
২৯.০৩.২০০৭ খ্রিঃ