আসার সময় কাঁদলে তুমি
হাসল চারিপাশ
যাবার বেলা একাই নীরব
সবার মাঝে ত্রাস।


হাসার সময় ছিল যারা
আজ অনেকেই নাই
তারা তোমায় দেখলে এমন
পুড়ে হত ছাই।


পরিক্রমায় কাঁদা-হাসার
পাল্টে যায় যে মঞ্চ
কারো জীবন অন্ধ কুটির
কারোটা মালঞ্চ।


এই তো আমাদের অবনী
এইতো মোহ-মায়া
আসার বেলা কায়া আর
বিদায়ে থাকে ছায়া।


শার্শা, যশোর।
২০.০৯.২০১৪ খ্রিঃ