আমায় নিয়ে যে যা ভাবে  ভেবে  যাক্
মোর হৃদয়ের কথা হৃদয়েই চাপা থাক।
যারে আমি ভাল চাই, সে করে অবহেলা
জানি না নিষ্ঠুর পৃথিবীর  এ কেমন খেলা!


আমি মনে ব্যথা পেলে কেঁদে যাব আড়ালে
জানি সব কিছু চুকে যাবে, মৃত্যুকে ভাড়ালে।
আমায় কেহ পছন্দ করে না কেন বল রব!
আমি কি খুব অসুন্দর? বিশ্রী মোর অবয়ব!


জীবনে কারো মন করতে পারলাম না জয়
শেষ  হল  মোর জীবনের এই অল্প সময়।
এত  বড়  দুনিয়ায় খোদা নেই মোর ঠাঁই!
আমি আজ তোমার কাছে ধরা দিতে চাই!


রচনা : ২৭.০৭.১৯৯৯ খ্রিঃ
কাব্যগ্রন্থ : ''প্রথম বসন্তে ফোটা ফুল'
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ