সময়ের অভাবে অসম্পন্ন
রয়েছে সকল কাজ
সন্যাসীর বেশে ঘুরে তবু
বেড়াচ্ছি সকাল-সাঝ।


কত না আশা এ বুকেতে
করে আসছি লালন
আগামীর জন্য দিচ্ছি রেখে
না করে তা পালন।


বিধির দেওয়া আদেশ-নিষেধ
পারছিনা একটাও মানতে
এটাও আমি গেছি ভুলে
কিভাবে হয় কানতে।


পরের গায়ের ভূত তাড়াতে
কত কিনা বলছি
নিজেকে প্রশ্ন করি, আমি কি
সঠিক পথে চলছি?


রচনা : ১৫.০৮.১৯৯৮ খ্রিঃ