তুমি এসেছিলে, উড়পড়া ভিটায়
শত বছরের স্বাক্ষীস্বরূপ জীর্ণ কুটিরে
তোমার হাতের পরশে পরিণত ওয়েসিসে।
একঝাঁক পায়রার আগমনী গানে মুখরিত;
তোমার হৃদয়োদ্যানে দিলে স্থান।
দূর থেকে ফিরলে
চারপাশ ঘিরে প্রকাশ করত অভিমানী সুর।
হঠাৎ করে চলে গেলে
ঘুমন্ত শিশুর মত হৃদয়োদ্যান থেকে নামিয়ে।
প্রিয় হারানোর ব্যথা এঁকে বুকে!
উড্ডয়ন করেছিলাম প্রশস্তাকাশে বল্গাহীন
কেন গতিরোধ করল ক্ষণিকের ভালবাসা!
না হয় হারিয়ে যেতাম অজ্ঞাত ভুবনে!
কিম্বা অল্পাভিজ্ঞতায় প্রতিযোগী হতাম মাঠে।
দহনে দগ্ধ হয়ে নিজকে হারিয়েছি
তবুও তোমাকে হারাতে মন সয়না।
কেড়ে তো নিয়ে গেছ সব
দিয়ে গেছ অতীতকে মনে করার মত
একখানা সাদা কাগজ
চৈতন্য হারিয়ে শিকারীর মায়াজালে
আটকা পড়েছি
হয়ত ফেরাতে পার তুমি এসে।


রচনা : ০৬:১১:১৯৯৭ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ২০০৭ খ্রিঃ