মানুষ না হয়ে যদি হতে
পথের ধারের গুল্ম ওহে
তাহলে আমার গায়ের ছোঁয়া
তোমার বুকে যেত বহে।


যদি হতে আমার বাড়ির
তুলতুলে ছাগল ছানা
কোলে তুলে, গায়ে বুলাতাম
কোমল এ হাত দু'খানা।


চুপটি করে, প্রাণটি ভরে
নিতে গায়ের সুগন্ধ
বাহিরটা যতই আলোকিত
ভেতরটা ততই অন্ধ।


কিম্বা হতে আমার বাড়ির
গোলার চালের চড়ূই পাখি
দিবা-রাত্রি আমার প্রতি,
পড়ত মায়াবী আঁখি।


আমার গায়ে বাতাস  দিয়ে
যেতে উড়ে উড়ে
সারা জীবন গাইতে গান
আমার উঠান জুড়ে।


রচনা : ২৯.০৯.২০০৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : 'প্রথম বসন্তে ফোটা ফুল'
প্রকাশ : ২০০৭ খ্রিঃ